কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ সাতক্ষীরা মহা-সড়কের ভাড়াশিমলা মোড়ে মর্মান্তিক দূর্ঘনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে গতকাল বেলা ১ টায় এ দূর্ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানাযায় নলতার দিক থেকে কালিগঞ্জ অভিমুখে আশা দ্রুতগামি মালবাহী একটি ট্রাক বিপোরিত দিকে যাওয়া মোটর সাইকেল আরোহী মিজানুর রহমান (১৭) নামের এক স্কুল ছাত্রের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থলেই স্কুল ছাত্র নিহত হয়। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নে ঠেকরা গ্রামের আব্দুল আলিমের ছেলে। পুলিশ নিহত মোটর সাইকেল আরোহী মিজানুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ঘাতক ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করতে পারিনি। ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজগর আলী বলেন, মিজানুর রহমান মেধাবী ছাত্র সে আমার বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তার মৃত্যুতে আমরা একটি ভাল ছাত্র হারালাম। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত সড়ক দূর্ঘনায় স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …