ক্রাইমবার্তা রিপোর্ট:সিলেট: বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরকে আজ বেলা ১টা ২০ মিনিটে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক হরিদাস কুমার-এর কাছে ফয়জুরের ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। শুনানি শেষে আদালত তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফয়জুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়। উল্লেখ্য গত ৩রা মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ফয়জুর ড. জাফর ইকবালের উপর হামলা চালায়।
জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতের ৬ স্থানে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। অন্যদিকে ফয়জুরকে শিক্ষার্থীরা ধরে গনপিটুনি দেয়। বর্তমানে সে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সেখান থেকেই আজ তাকে আদালতে নেয়া হয়।
Check Also
এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …