প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শিশুকন্যাকে হত্যা করলো পাষণ্ড পিতা

ক্রাইমবার্তা রিপোর্ট:সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬বছরের শিশু কন্যাকে হাত কেটে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। বুধবার রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, জলসী গ্রামের মামুনুর রশীদের সঙ্গে তার আপন ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ভাইকে ফাঁসাতে সবার অগোচরে তার শিশু কন্যা মাইশাকে (৬) হাতের আঙ্গুল কেটে দিয়ে ঘরের ভেতরে শুইয়ে রাখে।

ঘটনাটি এক পর্যায়ে প্রকাশ পেল স্থানীয়রা দোয়ারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় শিশু মাইশাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এলাকাবাসির সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকেই ঘাতক পিতা মামুনুর রশীদকে আটক করে। দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন যুগান্তরকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক পিতাকে মামুনুর রশিদকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।