বিজিবি মহাপরিচালককে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন

ক্রাইমবার্তা রিপোর্ট:বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা যুগান্তরকে বলেন, প্রত্যাহারের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনের কপি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।

২০১৬ সালের ২ নভেম্বর আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।

তিনি সেনা সদর দফতরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া মেজর জেনারেল আবুল হোসেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।