আমরা দ্রুত সরকারের পদত্যাগ চাই: মির্জা ফখরুল

ক্রাইমবার্তা রিপোর্ট:বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে বানচালের চেষ্টা করে উসকানি দেয়া হচ্ছে বলে সরকারের দ্রুত পদত্যাগ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে। ধিক্কার জানাই, ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। আমরা দ্রুত এ সরকারের পদত্যাগ চাই।

এ সময় অবস্থান কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপি মহাসচিব।

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটকের চেষ্টা করে।

এ সময় ফখরুলসহ বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি ছেড়ে নিরাপদে চলে যান।

পরে প্রেসক্লাব এলাকাতেই সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব কথা বলেন।

তিনি দাবি করেন, বিনা উসকানিতে পুলিশ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে পুলিশ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানা গেছে, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি দিদারুল রাজকে আটক করে পুলিশ। একে কেন্দ্র করে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।