ক্রাইমবার্তা রিপোর্ট:জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৫ মার্চ। বুধবার মনোনয়নপত্র দাখিলের দিন সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেছেন। এছাড়া অন্যান্য পদে আরও ১৬ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে ৪৪৫ জন ভোটার আইনজীবী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী এক বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সমিতির সাবেক সভাপতি এড. আলাউদ্দীন আহম্মেদ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, এড. আবুল হোসেন (২), এড. শাহ্ আলম, এড. আব্দুল মুজিদ (২) ও এড. আব্দুস সাত্তার (১)। এছাড়া সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, মোস্তফা আছাদুজ্জামান দিলু, আ ক ম রেজওয়ানউল্যাহ সবুজ, তোজাম্মেল হোসেন তোজাম ও মোস্তফা জামান। সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা (২) ও শেখ মিজানুর রহমান। যুগ্ম-সম্পাদক পদে জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। কোষাধ্যক্ষ পদে একজন মো. জহুরুল ইসলাম। সহ-সম্পাদক লাইব্রেরী পদে আব্দুর রাজ্জাক (৩) এবং আ ক ম শামছুজ্জোহা খোকন। সহ-সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি পদে মো. আকবর আলী ও মমতাজুর রহমান মামুন এবং সহ-সম্পাদিকা মহিলা পদে একজন ফেরদৌসি সুলতানা লতা। এছাড়া সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সর্ব এড. সাহেদুজ্জামান জিকো, হাবিব ফেরদৌস শিমুল, রফিকুল ইসলাম রফিক, সিহাব মাসুদ সাচ্চু, তৌহিদুর রহমান শাহিন ও শাহেদুজ্জামান শাহেদ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …