সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার শ্যামনগর আসনের জামায়াত মনোনিত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে (৬৪) দীর্ঘ এক মাস কারা ভোগের পর জামিনে মুক্ত হয়েছেন। উপকুলীয় জনপদ নামে একটি ফেসবুক আইডি এমন তথ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
গত ১১ ফেব্রয়ারী রবিবার দুপুর ৩টার দিকে উপজেলার ইসলাম পুর গ্রামে অবস্থিত গোডাউন মোড়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্না আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। তিনি জামায়াত মনোনিত শ্যামনগর আসনের সংসদ প্রার্থী। ইত্যোপূর্বে তাকে নাশকতার অভিযোগ ২০১২,২০১৩ সাখে আটক করে পুলিশ।
Check Also
চিন্ময়ের জামিন বাতিল : মুক্তির দাবিতে সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত
চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে …