নওয়াবেঁকী কলেজে উপাধ্যক্ষর বিদায় সংবর্ধনা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের ঐতিহ্যবাহী নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ইকরামুল কবীর বাবলু বিদায় সংবর্ধনা ও নবাগত অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিশেষ পিপি, কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, প্রধান মেহমান উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ইকরামুল কবীর বাবলু, বিশেষ অতিথি ভূতপূর্ব অধ্যক্ষ আব্দুল মাজেদ, অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউনিয়ন আ’লীগ সভাপতি গাজী কামরুল ইসলাম, এনজিএফ নির্বাহী পরিচালক লূৎফর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক সামছুল হক, প্রাক্তন প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওয়াবেঁকী মহাবিদ্যালয় আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক হারুন অর রশিদ ও মঞ্জুর-ই-এলাহী।
শ্যামনগরে গাবুরায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরে গাবুরায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ ‘জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাবুরা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন ও ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ সহযোগিতায় সুশীলন বাস্তবায়নে দিবসটি পালিত হয়। গাবুরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহমানের নেতৃত্বে র্যালীটি গাবুরার বিভিন্ন স্থান পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা সহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ও এলাকার বিভিন্ন পেশার লোকজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এ সময় সকল ইউপি সদস্য, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজ উপস্থিত ছিলেন। গাবুরা ইউপি সচিব রিয়াজুল ইসলাম ও ইউডিসি কবিরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।