সকল পর্যায়ের শিশুদের শিক্ষার অধিকার রয়েছে -জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন

স্টাফ রিপোর্টার :সাতক্ষীরা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, সকল পর্যায়ের শিশুদের শিক্ষার অধিকার রয়েছে। যে সকল শিশু দিনের বেলায় শিক্ষার আলোক হতে বঞ্চিত তাদের জন্য নৈশকালীন শিক্ষা ব্যবস্থা একটি অতি গুরুত্বপূর্ণ। শিক্ষায় অনগ্রসর, ঝরেপড়া, পথশিশু, কর্মজীবী ও প্রান্তিক সুবিধাবঞ্চিত শিশু যারা দিনের বেলায় লেখাপড়ার সুযোগ পায় না তাদের জন্য সাতক্ষীরা জেলার একমাত্র বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়টি বিশেষ ভূমিকা পালন করছে। তিনি বলেন, শিশুশ্রম আইনত নিষিদ্ধ হলেও দরিদ্র্য পরিবারের শিশুরা অভাবের কারণে শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে। তারা দিনের বেলায় কাজ করে সন্ধ্যার পর এ বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ গ্রহণ করতে পারে। এজন্য তাদের ভালভাবে লেখাপড়ার জন্য অভিভাবক ও শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। গতকাল শুক্রবার সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে সুধি সমাবেশ ও সম্মানীত অতিথিদের সংবর্ধনা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সদস্য আতাহার আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা রাণী মন্ডল। অনুষ্ঠান বিশেষ অতিথিবৃন্দ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল­াহ আল মামুন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল। অনুষ্ঠান শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ বার্ষিক বনভোজনে অংশগৃহণ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ড. দিলীপ কুমার দেব।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।