প্রকৃতির যেদিকে তাকাই সেদিকেই যেনো সুন্দরের মেলা

কবির ইচ্ছে ছিলো প্রেয়সীকে দিবেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। হলো না পূরণ। আসলো ফাগুন। শিমুল-পলাশের ডালে ডালে আগুন। মনের বন জ্বলছে দ্বিগুণ। বসন্তের বার্তা নিয়ে প্রকৃতির রঙিন রঙ্গমঞ্চে দিকে দিকে ফুটেছে শিমুল-পলাশ ফুল। কবির ভাষায় এ যেনো-‘শুধু তোমার জন্যে এই অরণ্যে পলাশ হয়েছে লাল…।’

‘ও পলাশ ! ও শিমুল! কেনো এ মন মোর রাঙালে…?’ পলাশ আর শিমুল শুধু কবির ঘুম রাঙায়নি। প্রকৃতি প্রেমিকদের মনে জ্বেলেছে সৌন্দর্যের আগুন। প্রকৃতির যেদিকে তাকাই সেদিকেই যেনো সুন্দরের মেলা।-ছবিটি সদর উপজেলার আগরদাড়ি এলাকা থেকে শুক্রবার ক্যামেরাবন্দি করেছে  সাখাওয়াত উল্যাহ।

Check Also

কালিগঞ্জে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার তৈরির অভিযোগে ৩৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।