সাতক্ষীরা শহরে এক মাদক বিক্রেতাকে আটক

ক্রাইমবার্তা রিপোর্ট:  সাতক্ষীরা শহরের রাজারবাগান পূর্বপাড়া থেকে ইসমাইল হোসেন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল হোসেন রাজারবাগান পূর্বপাড়ার শের আলীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার দাস ও এএসআই আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিক্রেতা ইসমাইল হোসেনকে আটক করেছে। এ সময় তার দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Check Also

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ৩২জন গ্রেপ্তার

জেলা পুলিশের অভিযানে ৩২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০এপ্রিল রাতে পাঠানো জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।