গাইবান্ধায় পৃথক দুই দুর্ঘটনায় নিহত ১২ জন#শার্শার বাগ আচড়া বাজারে ট্রাক চাপায় ২ বোনরে মৃত্যু

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:  গাইবান্ধায় পৃথক দুই দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলার জনদহে ও উপজেলা সদরে এই দুই দুর্ঘটনা ঘটে। নিহতরা শ্রমিক।

সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বাস পাশের একটি ট্রলিকে ধাক্কা দিলে তিন শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু মিয়া, খসরু মিয়া, আব্দুর রশিদ এবং লোনতলা গ্রামের জাকিরুল ইসলাম। আহতদের পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি লোকাল বাস। উপজেলা সদরে সরকার ফিলিং স্টেশনের সামনে এসে বাসটির একটি চাকা ফেটে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারালে পাশে দাঁড়িয়ে থাকা ট্রলিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়েছেন।

এদিকে সকালে পলাশবাড়ী উপজেলার জনদহ নামক স্থানে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক উল্টে ৮ জন নিহত হয়েছেন। একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত ও ১০ আহত হয়। এরা সবাই রডবোঝাই ট্র্রাকের যাত্রী ছিল। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

শার্শার বাগ আচড়া বাজারে ট্রাক চাপায় ২ বোনরে মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
যশোররে র্শাশার বাগআঁচড়া বাজারে শনিবার সকালে ট্রাক চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোজা ও ষষ্ঠ শ্রণেরি জেরিন।

স্থানীয়রা জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার ময়েে ও ভাগনিকে মোটরসাইকলেে করে স্কুলের  উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভরণ থেকে ছেড়ে আসা একটি বালি র্ভতি ট্রাক তাদরে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলইে ওই দুই শিক্ষার্থীর মত্যু হয়।

প্রভাষক আলমকে স্থানীয়রা গুরুতর আবস্থায়  উদ্ধার করে হাসপাতালে র্ভতি করিয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) হুমায়ন কবীর বষিয়টি নিশ্চিত করে বলনে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।