বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা ঘরছাড়া হবেন: তোফায়েল

ক্রাইমবার্তা রিপোর্ট:ভোলা : আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে। আবার আপনারা ঘরছাড়া হবেন। আবার আমাদের বিতাড়িত করবে। তাই শক্তি দিয়ে, সমস্ত শক্তি সঞ্চয় করে আপনারা আগামীবার (আগামী নির্বাচনে) বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ ।’

আজ রোববার সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস ছালামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে অনেক অত্যাচার করেছে। কোনো উন্নয়ন করেনি। ভোলার যত উন্নয়ন হয়েছে, সব আমার হাতে। এখন ভোলা-বরিশাল ব্রিজের কাজ আল্লাহর রহমতে এ বছরই শুরু হবে। এই ব্রিজ হলে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভোলা থেকে গাড়ি নিয়ে ঢাকা যেতে পারবেন। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস দিয়ে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। ভোলা হবে দেশের মধ্য অন্যতম উন্নত জেলা।’

সমাবেশ আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।