আগড়দাড়ীতে ইটভাটার লেবারদের মারপিটের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতাঃ ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি পালন করায় ইটভাটার লেবারদের মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে আবাদের হাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকাত আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্য সচিব সেলিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যারা সারা দিন কঠোর পরিশ্রম করে ইটভাটায় শ্রমিকের কাজ করে তাদের ন্যায্য মজুরি না দিয়ে মারপিট করা কোন মানুষের পরিচয় হতে পারে না। তারাও মানুষ জীবিকার তাগিতে তারা শরীরের রক্ত পানি করে। অথচ তাদের মজুরির বেলায় কেন কৃপণতা। শ্রমিকরা ন্যায্য মজুরি চাওয়ায় তাদের মিথ্যা নাশকতার মামলা দেওয়ার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে শ্রমিকদের মারপিটের ঘটনায় জড়িতে দৃষ্টান্ত মূলক শাস্তি ও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের জন্য ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।