সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, ৩৮ বিজিবি’র মেজর, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বিআরটিএর তানভীর আহমেদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাসান আল হাফিজ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন. কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর সভাপতি নাছিম ফারুক খান মিঠু প্রমুখ।
সভায় সাধারণ মানুষ যাতে পুলিশের হয়রাণীর স্বিকার না হয় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অবৈধ গাইড, কোচিং বাণিজ্য, প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধনসহ সার্বিক আইন শৃংঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …