নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর সভার কাউন্সিলর ফারহা দীবা খান সাথীর নির্মানাধীন পাকা ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে স্থানীয় দূর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার বেলা ১টার দিকে রসুলপুর গ্রামের খাঁ পাড়ায় ঘটেছে। যা এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় রসুলপুর খাঁ পাড়া এলাকার ফারহা দীবা খান সাথী ২. সেতারা খান , নাজমা খান উভয় পিতা মরহুম আকিল আহমেদ খান, সাং রসুল পুর। তাদের পৈত্রিক সম্পত্তিতে পাকা বিল্ডিং নির্মানের কাজ চলছিল। কিন্তু এসময় রসুলপুর এলাকার লিয়াকাত আলী খান পিতা মৃত শওকাত খান, ইরা খান স্বামী লিয়াকাত আলী খান (রতন), বরকত ও সুরভী উভয় পিতা লিয়াকাত খানসহ একদল সন্ত্রাসী বাহিনী জমির মালিক ফারহা দীবা খান সাথীসহ তার শরীকদের নির্মাধীন পাকা ঘর, টিনের চাল ও দেওয়াল সহ অন্যান্য জিনিসপত্র ব্যাপক ভাংচুর করে। প্রত্যক্ষদর্শী মা. রওশন আলী, সাঈদুল ইসলামসহ এলাকাবাসি জানান এই জমির মালিক পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী ও তার শরীকরা ১৩/৩/১৮ ইং তারিখে ঘরের নির্মান কাজ করছিল । এসময় লিয়াকাত আলী খান, ইরা খান ,রতন, বরকত আলী ও সুরভীসহ তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে নির্মাধীন ঘরবাড়ি ব্যাপক ভাংচুর করে। জমির মালিক কাউন্সিলর ফারহা দীবা খান সাথী বলেন নিজের পৈত্রিক সম্পত্তি রসুলপুর মৌজার ৫৫৩ খতিয়নের (নতুন) ৪৮৩ দাগের ১০ শতক জমিতে বসবাস করে আসছি। যা পৈত্রিক সূত্রে ভোগ দখল করে যাচ্ছি। উক্ত জমি আমাদের নামে রেকর্ড আছে। তার পরেও লিয়াকাত আলী খান, ইরা খান ,রতনসহ তার সন্ত্রাসী বাহিনী আমার সম্পত্তি দখলের জন্য ব্যাপক ভাংচুর করে ঘরের চাল গুড়িয়ে দিয়েছে। সাথী আরও জানান গত ১০/৩/১৮ তারিখে ঘরের কাজ করার সময় কাজ না করার হৃুমকি দেয় তারা । কাজ বন্ধ না করায় তারা নির্মাধীন ঘর গুড়িয়ে দিয়েছে আজ । এই মর্মে সদর থানায় একটি সাধারন ডায়রী করেছে ভূক্তভোগী সাথী খান।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …