সাতক্ষীরায় ১২ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক
ক্রাইমবার্তা ডটকম
13/03/2018
ক্রাইমবার্তা রিপোট: ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধা ছয়টার দিকে সদরের তলুইগাছা এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদরের কুশখালী গ্রামের জয়নুদ্দীনের ছেলে শহিদুল ইসলাম(৪৫) ও টেংরা গ্রামের মুকুল গাজীর ছেলে আলী হোসেন(২২)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে একটি দল তলুইগাছা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম ও আলী হোসেনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।