ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরার শ্যামনগরের পল্লীতে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে-অপরের চাচাতো বোন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হল, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামের নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইায়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)।
নিহতদের স্বজনরা জানান, সকালে শিশু কন্যা সুমাইয়া ও মিষ্টি তারা দুই জন বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধান বশতঃ তারা দুই চাচাতো বোন পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা তাদের মরাদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে। এদিকে, একই সাথে আপন দুই চাচাচতো বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
##
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …