ক্রাইমবার্তা রিপোট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশের কপি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে দুই বিচারপতি জামিনাদেশে স্বাক্ষর করেন। জানা গেছে সিএমএম কোর্টে জামিন আদেশ গৃহীত হওয়ার পর একটি কপি যাবে সংশ্লিষ্ট কারাগারে।
উল্লেখ্য, গত সোমবার বিএনপি চেয়ারপারসনকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে মামলার পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন আদালত।
হাইকোর্ট বলেছেন, পেপারবুক প্রস্তুত হয়ে গেলে যে কোনো পক্ষ শুনানির জন্য আপিল উপস্থাপন করতে পারবে। এ জামিন আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার চেম্বার আদালতে দুটি আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ। আবেদন দুটি বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য আছে।