বেনাপোল প্রতিনিধি :বেনাপোল দৌলতপুর ক্যাম্পের ২১ বিজিবি সদস্যরা মঙ্গলবার সকালে সীমান্তে অভিযান চালিয়ে ইসরাফিল (২৬) নামে এক পাচারকারী সহ অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৪০ জন নারী-পুরষ ও শিশু আটক করেছে।
পাচারকারী ইসরাফিল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এদের বাড়ি নড়াইল খুলনা যশোর গোপালড়ঞ্জ বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীৃান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১৮ জন পুরুষ ১৪ জন নারী ও ৭ জন শিশু আটক করা হয়।এ সময় ইসরাফিল নামে একজন পাচারকারী ও আটক করা হয়। আটকদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল তারিকুল হাকিম ৪০ জন অবৈধ অনুপ্র বেশকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।