নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় র্যাংগস আইশার নতুন ডিলার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের নারিকেলতলা মোড়ে উদ্বোধন করা হয়। র্যাংগস মটর ও আইশার গাড়ীর ডিলার মেসার্স সাজিদ এন্টার সাতক্ষীরার পরিচালক শেখ শফিউল্লাহ মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে এবং বেলুন উড়িয়ে শো-রুমের উদ্বোধন করেন র্যাংগস মটরস চিপবিজনেস অফিসার মাথান্দ্রা ডিজয়সা। বিশেস অতিথি ছিলেন বি আরটিএ খুলনার পরিচালক মো. জিয়াউর রহমান, কাস্টুুমস এক্সাইজ ও ভ্যাট ডিভিশন সাতক্ষীরার সহকারী কমিশনার মো. মনিরুল হক সরকার, বিআরটিএর সহকারী পরিচালক সাতক্ষীরার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, র্যাংগস মটর লিঃ ডিজিএম কার্তিক কুমার শাহা, জোনাল হেড জোন ডি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অনজু, সাংবাদিক আব্দুল গফুর, ইঞ্জিঃ শেখ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাছুম বিল্লাহ শাহীন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …