তালায় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ -এমপি

মোঃ আকবর হোসেন ,তালাঃ সাতক্ষীরার তালায় বুধবার (১৪মার্চ) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত উত্তরণ আইডিআরটিতে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে।
তালা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষন) আনোয়ারা বেগম, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ, পিআইবি’র প্রতিবেদক জিলহাস উদ্দিন নিপুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র এবং দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান পারভেজ প্রমুখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষন) আনোয়ারা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ এবং পিআইবি’র প্রতিবেদক জিলহাস উদ্দিন নিপুন। কর্মশালায় তালা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে সনদপত্র বিতরন করা হয় ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।