নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় মামলা জড়িয়ে হয়রানি এবং সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদ জানিয়েছেন এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান আশাশুনির মো. আব্দুল আজিজের ছেলে হুমায়ুন কবির রাসেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০০৭ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করার পর থেকে বিভিন্ন পদে থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ছাত্রলীগের আশাশুনি সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ডাকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন। উপজেলার নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তিনি এবার আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। একই সাথে সভাপতি প্রার্থী হওয়ার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ ২০১৩ সালসহ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে আন্দোলন সংগ্রামে যাদের মাঠে দেখা যায়নি তারা উক্ত পদ দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু উপজেলার অধিকাংশ নেতাকর্মী তর পক্ষে থাকায় তারা অসৎ উদ্দেশ্যে সফল করতে না পেরে ষড়যন্ত্র শুরু করেছে। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এবার উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার তারা পরিকল্পিতভাবে জামায়াত-শিবির বানানো চেষ্টা করছেন। তিনি অভিযোগ করে বলেন, আমি যাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি না হতে পারি সে জন্য গত ২ মাস আগে ওই কুচক্রী মহলটি আমার পিতা আব্দুল আজিজকে একটি মিথ্যা নাশকতার মামলার আসামি করায়। অথচ আমার পিতা প্রায় ১২ বছর ধরে ঢাকার একটি কোম্পানি চাকরি করেন। এই মিথ্যা মামলাকে পুজি করে ওই কুচক্রী মহলটি আমাকে জামায়াত-শিবির পরিবারের সদস্য বানিয়ে সম্পূর্ন মিথ্যো ও ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, যারা আমাকে জামায়ত-শিবির বানানোর চেষ্টা করছেন প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতার বিরোধী পরিবারের সন্তান। তাদের পূর্ব পুরুষেরা ৭১’র পরাজিত শক্তি জামায়াত-শিবিরের সাথে জড়িত ছিলো। অনেকেরই বাবা, দাদাদের নাম যুদ্ধাপরাধীর তালিকা রয়েছে। আবার অনেকের বিরুদ্ধে জামাতের প্রার্থীকে সোনার দাঁড়ীপাল্লা উপহার দেওয়ারও দৃষ্টান্ত রয়েছে। তিনি তার নিজের ও পিতার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশাশুনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শাহজাহান আলী, বাংলাদেশ আওয়ামী লীগ সদর ইউনিয়নের সভাপতি আবদুল্লাহাল বাকী বাচচু, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, মুজিবর রহমান, রবিউল ইসলাম নবু, পলাশ, কামনাশীষ, গোলাম মোস্তফা পারভেজসহ শতাধিক ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …