বদিউজ্জামান: জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন আজ। সমিতির তৃতীয় তলার হলরুমে সকাল সাড়ে ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৪৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন, বারের সাবেক সভাপতি এড. মো. গোলাম মোস্তফা। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে এবারের নির্বাচনে উভয় প্যানেলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ধারনা করছেন অনেকেই। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আইনজীবী সহকারী সমিতির এবারের নির্বাচনে পৃথক দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে বিমল কৃষ্ণ-জাকির হোসেন প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন, তারা হলেন সভাপতি পদে, বিমল কৃষ্ণ সরকার, সহ সভাপতির ২টি পদে মো. ইমান আলী ও তরুণ কান্তি চক্রবর্তী (গনেশ), সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কবিরুল ইসলাম (কবির), কোষাধ্যক্ষ পদে মো. রমজান আলী, সহকারী সম্পাদক পদে তারক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্বাস আলী এবং সদস্য পদে জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান শিমুল, মধু সুদন সরকার, ফজলুল হক ও আব্দুল হাকিম। অপরদিকে আব্দুস ছাত্তার – রকিবুল ইসলাম প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন মো. আব্দুস ছাত্তার, সহ সভাপতির ২টি পদে আতিয়ার রহমান ও কাজী শাহাদাৎ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক পদে রকিবুল ইসলাম রকিব, যুগ্ম সম্পাদক পদে মো. আকবার আলী, সহ সম্পাদক পদে আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সাইদুর রহমান সাইদ, কোষাধ্যক্ষ পদে নরেশ মল্লিক এবং সদস্য পদে জিএম ইউনুছ আলী, আনোয়ার হোসেন, এসএম হুমায়ন কবির, মনোজিত কুমার বিশ্বাস ও মো. জলিল।
উল্লেখ্য, তপশীল ঘোষণার পর থেকেই জমে উঠতে শুরু করে আইনজীবী সহকারী সমিতির নির্বাচন। প্রার্থীরা একে অপরের কুশল বিনিময় করে এবং চা-শিংড়া দিয়ে আপ্যায়ন করে ভোটারদেরকে নিজ নিজ পক্ষে টানতে চেষ্টা করেন। বুধবার পর্যন্ত ছিল আদালত পাড়ায় এসব দৃশ্য চোখে পড়ার মত। তবে সাধারণ ভোটাররা মনে করছেন, সমিতির কল্যাণে যেসকল প্রার্থী কাজ করতে পারবেন তাদেরকেই তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …