অনৈতিক সম্পর্কের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা :আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে জবাই করে হত্যা করে থানায় আত্মসমর্পণকারি জালাল সানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহষ্পতিবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এম এ জাহিদের খাস কামরায় এ জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, অনৈতিক সম্পর্কের জের ধরে স্ত্রী নাছিমা খাতুনকে বুধবার ভোরে জবাই করে হত্যা করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জালাল সানা। পরে সে থানায় আত্মসমর্পণ করে। রাতে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের পর নিহতের পিতা একই গ্রাম রঘুনাথপুরের আনোয়ার মোড়ল বাদি হয়ে বুধবার রাতেই জালাল সানার নাম উল্লে¬খ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে জালাল (৪৯) অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এমএ জাহিদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় সে বিচারককের কাছে হত্যার চাঞ্চল্যকর কাহিনী বর্ণনা দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।