মোঃ রিয়াজুল ইসলাম:নাটোর প্রতিনিধি:‘পরিকল্পিত পরিবারে গড়ব দেশ’ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে দুইদিন ব্যাপী এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কানাইখালী মাঠে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক মলয় কুমার রায়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ এসএম জাকির হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, ডাঃ রবিউল করিম আব্বাসী এবং ডাঃ ওয়ালিউল হক। এ সময় বক্তারা বলেন, আমাদের মেলার লক্ষ্য হলো জনসচেতনতা গড়ে তুলে একটি সুস্বাস্থ্য সন্তান ও মা উপহার দেয়া। দেশের সকল শ্রেণী পেশার মানুষের নিকট পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যেই দেশের ৬৪ টি জেলাতেই একযোগে এ মেলার আয়োজন করা হয়। এবছর মেলায় পরিবার পরিকল্পনা বিষয়ক ২০টি ষ্টলের মধ্যে সূর্যের হাসি ক্লিনিক শ্রেষ্ঠ স্টলও উত্তরা ডেভেলমেন্ট প্রোগ্রাম সোসাইটি দ্বিতীয় পুরস্কার লাভ করে। সূর্যের হাসি ক্লিনিক শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হওয়ায় প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহন করেন ঐ ক্লিনিকের আরএমও ডাঃ নাজমুন নাহার ও ক্লিনিক ম্যানেজার জহুরুল হাসান। এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক মলয় কুমার রায় । দু’দিনব্যাপী মেলার প্রথম দিন গান, বিষয় ভিত্তিক গম্ভীরা এবং দ্বিতীয় দিনে, নাটক, গান ও রচনা,কুইজ এবং বিতকর্ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।