সাতক্ষীরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার যোহর বাদ হাসপাতালের কনসালটেন্ট চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসাপাতালের প্রশাসনিক ইনচার্জ (২) মো. আনোয়ারুল হুসাঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, ফিরোজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ল্যাব ইনচার্জ আবুল কাশেম , হার্ডওয়ার ইঞ্জিনিয়র এসএম আব্দুল আহাদ, সহকারি হিসাব কর্মকর্তা মিজানুর রহমান, ওটি ইনচার্জ ফাতেমা খাতুন, সিসটার ইনচার্জ রওশানারা খাতুন, ফারুক হোসেন, আজিজুর রহমান, মনজিলা খাতুন মনি, আবুল হোসেন,ইসমাইলসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না। বাংলাদেশ নামক ভূখন্ড বিশ্বের বুকে স্থান পেত না। তার জালাময়ী বক্তব্য ও সুকৌশল নেতৃত্বের কারনে শোষকের পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালী জাতি তাদের বাংলা ভাষা ফিরে পেয়েছে। তার কন্যা শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাছ করছে। যে কারনে জাতিসংঘ বাংলাদেশকে প্রাথমিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত দিয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কহিনুর রহমান।
Check Also
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা …