নিজস্ব প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখা’র জরুরী সভা শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সভা পরিচালনা করেন শরীফুল্লাহ কায়সার সুমন। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা কমিটির সদস্য সচিব লায়লা পারভিন সেঁজুতি, নারী মুক্তি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনা বিলকিস ময়না, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা রাশেদ হোসেন, সাজ্জাদুল হক সজিব, মোহসিনা মুক্তা প্রমুখ। উক্ত সভায় নির্মূল কমিটির নের্তৃবৃন্দ বলেন, একাত্তরের ঘাতক ও তাদের দোসর মৌলবাদী দোসরদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। সভা থেকে আগামী ৩১ মার্চ শনিবার সকাল দশটায় কর্মীসভা আয়োজন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …