সাতক্ষীরা সংবাদদাতাঃ: সাতক্ষীরা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ (সাতক্ষীরা-৪) কাজী আলাউদ্দিন নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
আজ রোববার সকালে সাতক্ষীরার নিম্ন আদালত এ আদেশ দেন। কালীগঞ্জ থানায় স্বেচ্ছকলীগ নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক এই সাংসদকে কারাগারে পাঠনো হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদার তাদের এ জামিন না মঞ্জুর করেন।
সাতক্ষীরা আদালতের কোর্ট পরিদর্শক অমল বিশ্বাস জানান, কালিগঞ্জ থানার জিআর ২৯১/ ১৭ নং নাশকতার একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনসহ বিএনপি-জামায়াতের ১৮ নেতা-কর্মী নি¤œ আদালতে হাজির হওয়ার সাপেক্ষে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। এর পর তাদের জামিনের মেয়াদ শেষ হলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ তারা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতের বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …