সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টি ও ইউএনএর চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সীমাহীন দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। প্রতিদিন হত্যা, ধর্ষণ, গুম, রাহাজানি চলছে। মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এ নৈরাজ্যকর পরিস্থিতির বেড়াজাল থেকে মুক্তি পেতে চায়। এ দুই নেত্রীর শাসন দেশবাসী পছন্দ করছে না। এ অবস্থায় জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮-দলীয় সম্মিলিত মহাজোট গঠন করা হয়েছে, দেশের মানুষের মধ্যে সুখ-শান্তি ফিরিয়ে দিতে। গতকাল সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট— বিএনএর আয়োজিত আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় জোট-বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনির সভাপতিত্বে বিশেষ অতিথির কক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও ইউএনএর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। বক্তব্য রাখেন বিএনএর মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সমন্বয়কারী আখতার হোসেন, অ্যাডভোকেট আফাজুল হক, মো. আশরাফ হোসেন, মো. কামরুল ইসলাম প্রমুখ। এরশাদ আরও বলেন, দেশে যানজট, নিয়োগ বাণিজ্য, ব্যাংকের টাকা লোপাট, শেয়ার বাজারের কোটি কোটি টাকা আত্মসাৎ, পুলিশের চাকরিতে মোটা অঙ্কের ঘুষ লেনদেন, শিক্ষাব্যবস্থায় অব্যবস্থা। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বেশ কয়েকটি ব্যাংক অর্থ সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ব্যাংকের টাকা আত্মসাতের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা লোপাট হওয়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীসহ শত শত পরিবার পথে বসেছে। এদের অর্থ উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের কনস্টেবল নিয়োগে ১০ লাখ, এসআই নিয়োগে ২০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। শিশুদের ঘাড়ে গাদা গাদা বই চাপিয়ে তাদের কাঁধ ভেঙে ফেলার উপক্রম করেছে। শিক্ষার মান নেই, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে!
জাপার নির্বাহী কমিটির সভা : আগামী ২৪ মার্চ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, এ টি ইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন মিলন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আলমগীর শিকদার লোটন, রেজাউল ইসলাম ভূইয়া, গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, এ কে এম আসরাফুজ্জামান খান, বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।
জাপার কর্মিসভা : ২৪ মার্চের মহাসমাবেশ সফল করতে গতকাল নিউমার্কেটে থানা জাপার কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূইয়া।