নিজস্ব প্রতিনিধি: কোটে হাজিরা দিতে এসে নিখোঁজ হয়েছে সদরের কাথন্ডা গ্রামের জালাল উদ্দীন নামে একব্যক্তি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ২০১৫ সালের দায়ের করা ৩০১ নং মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা কোর্টের প্রধান ফটক থেকে তিনি নিখোঁজ হন বলে তার পরিবারের দাবি। নিখোঁজ ব্যবসায়ি জালাল উদ্দীনের স্ত্রী সালমা খাতুন জানান, তার স্বামী কোটে হাজিরা দিয়ে গিয়ে আর বাড়িতে ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। এবিষয়ে সাতিক্ষীরা ডিবি ওসি জানান, আমি থানাতে না থাকায় কিছু বলতে পারবো না। নিখোঁজ জালাল উদ্দীন জামাতের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। তার নামে নাশকতার অভিযোগ কয়েকটি মামলা রয়েছে।রাতে জালাল উদ্দীনেক সাতক্ষীরা সদস থানা আটক দেখিয়েছে। কাটিয়া ফাড়ির পুলিশ তাকে কোট এলাকা থেক আটক করেছে বলে সূত্র জানায়
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …