শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
ক্রাইমবার্তা ডটকম
21/03/2018
শ্যামনগর প্রতিনিধি:
২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস। প্রতি বছরের মত এই বছরও পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ বছর বর্ণ বৈষম্য বিলোপ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “জাতিগত বৈষম্য মোকাবেলায় সহনশীলতা, আন্তর্ভ’ক্তি, ঐক্য এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বাড়ানো”। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ২১ র্মাচ ২০১৮ খ্রিঃ সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী কার্যালয়ে মৎস্যজীবী সুপদ মণ্ডলের সভাপতিত্বে এবং বার্ষিক কর্মকর্তা মননজয় মন্ডল ও চম্পা মল্লিকের সঞ্চালনায় প্রান্তজনের অবদান ও প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুজন সরকার, বার্ষিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথি পাল । এসময় বিভিন্ন পেশাজীবীদের মধ্যে বনজীবী, কচ্ছপ শিকারি, বাগদী, বাঘবিধবা, মুন্ডা, কাহার, নাপিত, কলু(ঘানির তেল কারিগর), কামার, কুমার, হরিজন, জেলে, পাটনি, ঋষি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া, গাছি, কৃষক, বার্ষিক কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারী পেশা জীবী জনগোষ্ঠীরা সমাজ ও রাষ্ট্রে তাদের অবদানের কথা এবং আগামী নতুন বছরে তাদের নিজ নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন।