জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে বৃহস্পতিবার বিকালে শহরের নারিকেলতলা ও আমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোটরযান আইন ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে উক্ত আইনের বিভিন্ন ধারায় মোবাইল কোর্টে বিভিন্ন মোটযানের মধ্যে ৪টি মামলার বিপরীতে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিআরটিএ সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার সজল মোল্লা ও বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকোশলী তানভীর আহম্মেদের উপস্থিতিতে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।