নিজস্ব প্রতিবেদক : যুবকদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে স্থানীয় সমমনা ও সমউদ্যোগী এনজিওদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সিডো সংস্থার আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় সাতক্ষীরার ক্যাথলিক মিশন হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডোরে নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস। সিডোরে প্রোগ্রাম অফিসার আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, ফারুক রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, ফিংড়ি ইউনিয়ন যুব কমিটির সভাপতি মনির হাসান সোহাগ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফা খাতুন, সদস্য মনিরা খাতুন, মুজাহিদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সিডোর সহকারী প্রোগ্রামার মোঃ আবুল হাসান, কোষাধ্যক্ষ সুকান্ত কুমার মন্ডল, ফিরোজ হোসাইন, সুরাইয়া খাতুন, সাকিলা খাতুন, শরিফা খাতুন প্রমুখ। বক্তারা বলেন বর্তমান সময়ে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী। এ বাল্য বিবাহ হয়ে থাকে স্কুল থেকে ঝরা পড়া শিক্ষার্থীদের কারনে। আর নারী নির্যাতন বন্ধে আমাদের সামাজিক উদ্যোগ গ্রহণ করতে। কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সে বিষয়ও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর এ ক্ষেত্রে যুবকদের ভুমিকা সবচেয়ে বেশি। যুবকরাই পারে সমাজ থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা দুর করতে। সমাজ ও দেশের যত অর্জন সম্ভব হয়েছে সব অবদান যুবকদের বা ছাত্র-ছাত্রীদের। এজন্য সমাজ পরিবর্তনে, বাল্যবিবাহ প্রতিরোধে, পারিবারিক নির্যাতন প্রতিরোধে এবং নারী নির্যাতন রোধে অগ্রণী ভূমিকা রাখতে পারে। উক্ত বিষয়গুলোর প্রসারতা আরো বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়া মহল্লায় সেমিনার ও ক্যাম্পেইন করার মাধ্যমেও এ কর্মকান্ডের হ্রাস করা সম্ভব
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …