বেনাপোল সীমান্তে ২৪ জন নারী পুরুষ ও শিশু আটক

বেনাপোল প্রতিনিধি                                           
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শনিবার ভোর রাতে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে  ২৪ জন নারী ,পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বেশ কিছু নারী শিশু ও পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সকালে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৮ নারী,  জন ১০ পুরুষ ও ৬ শিশুকে আটক করে।
আটক নারী শিশুদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন  এলাকায়। শনিবার সকালেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় তাদের।

এ ব্যপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।