সাতক্ষীরা সংবাদদাতাঃ তালায় একটি বাগানে নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।রোববার সকালে তালা উপজেলার জাতপুর গ্রামের ওহাব আলী বিশ্বাসের বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার ভোর রাতের কোনও এক সময় নবজাতক ছেলে সন্তানের লাশটি কেউ ওখানে ফেলে যায়।এদিন সকালে গ্রামের লোকজন বাগানের পাশে কাজ করার সময় লাশটি দেখতে পায়। সংবাদ পেয়ে স্থানীয় জাতপুর ক্যাম্প পুলিশ লাশটি উদ্ধার করে। এছাড়া লাশটি দেখতে উৎসুক মানুষের ভিড় পড়ে। তবে, শিশুটির অভিভাবক কে এবং কারা লাশটি ফেলে গেছে তার ক্লু পাওয়া যায়নি। এর আগে চলতি মাসের প্রথম দিকে পাশ্ববর্তী জেয়ালা গ্রামের একটি খাল থেকে অনুরূপ এক নবজাতক’র লাশ উদ্ধার হয়। সেই ঘটনার ক্লু ইতোমধ্যে উদ্ধার হয়েছে। অবৈধ সন্তানের জননী হতে না চাওয়াতে এ ধরণের ঘটনা বলে স্থানীয়রা জানান।
Check Also
‘সাড়ে ১৫ বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল নয়া দিগন্ত’
দেশের অন্যতম সর্বোচ্চ পঠিত পত্রিকা দৈনিক নয়া দিগন্ত। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানে সংবাদমাধ্যমটি গত …