সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত পন্থীদের জয়লাভ

নিজস্ব প্রতিনিধিঃ   সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি জামায়াত পন্থীদের একচেটিয়া জয় হয়েছে। দুএকটি পদ বাদে সবকটিতে ২০ দলীয় জোটের একক আধিপত্য

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন () ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপি সহসভাপতি এড. আব্দুল মজিদ () ৮৬ ভোট, কালিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শেখ আব্দুস সাত্তার () ১১৩ ভোট পেয়েছেন

সহসভাপতি পদে নির্বাচনে গোলাম মোস্তফা () ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মিজানুর রহমান পেয়েছেন ১২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সাতক্ষীরা কলেজের সিনিয়র প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপি সহসভাপতি এড. তোজাম্মেল হোসেন তোজাম ১৪২ ভোট, দুদকের পিপি এড. মোস্তাফা আসাদুজ্জামান দিলু ১২৫ ভোট, এবং আশাশুনি থানা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক এড. মোস্তফা জামান ১৭ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান (শাহ নওয়াজ) ১৮৩ ভোট পেয়েছেন। সহ সম্পাদক লাইব্রেরী পদে এড. আব্দুর রাজ্জাক () ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী . . সামসুদ্দোহা খোকন ১৬৪ ভোট। সহ সম্পাদক (ক্রীড়া সংস্কৃতিক) পদে . মমতাজুর রহমান মামুন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকতম প্রতিদ্বন্দ্বী এড. মো. আকবর আলী পেয়েছেন ২০০ ভোট। নির্বাহী সদস্যের পদে এড. রফিকুল ইসলাম রফিক ৩০২ ভোট, এড. হাবিব ফেরদৌস শিমুল ১৯৫ ভোট এবং এড. কে এম তৌহিদুর রহমান শাহীন ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এড. শিহাব মাসুদ সাচ্চু ১৫১ ভোট, এড. সাইদুজ্জামান জিকো ১৩৬ ভোট এবং এড. সাহেদুজ্জামান সাহেদ ১৬৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে এড. মোঃ জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। সহসম্পাদিকা মহিলা বিষয়ক পদে এড. ফেরদৌসী সুলতানা লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। নির্বাচনে ১১টি পদের মধ্যে কোষাধ্যক্ষ মাহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জন বিজয়ী হয়েছে। বাকী ৯টি পদে ২১জন আইনজীবী নির্বাচনে অংশগ্রহণ করে

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।