সাতক্ষীরায় দুর্ণিতি প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফরিপোটার:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
“বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান প্রদক্ষীন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো: ইফতেখার হোসেন। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মুর্শিদা খাতুন প্রমুখ। আলোচলা সভা শেষে সেখানে স্কুল শিক্ষার্থীদেরকে দূর্নীতি বিরোধী শপথ বাক্যপাঠ করানো হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।