স্টাফরিপোটার:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
“বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান প্রদক্ষীন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো: ইফতেখার হোসেন। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মুর্শিদা খাতুন প্রমুখ। আলোচলা সভা শেষে সেখানে স্কুল শিক্ষার্থীদেরকে দূর্নীতি বিরোধী শপথ বাক্যপাঠ করানো হয়।
Check Also
মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রবাজপুর শাহী মসজিদ: সংস্কার না হওয়ায় ধ্বংসের আশঙ্কা, ৫০বিঘা জমি বে-দখলে, পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে কালের সাক্ষী হয়ে আজও দাড়িয়ে আছে …