ইবি সংবাদদাতা-;ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জন-জীবনে ইসলামী গ্রন্থাবলির প্রভাব’ শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় থিওলজি অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহ্ইয়ার রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মুহাম্মাদক ইলিয়াস, প্রফেসর ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।
গবেষক মো: অলি আহাদ ‘বিংশ শতাব্দীতে বাংলাভাষায় রচিত ইসলামী গ্রন্থাবলী: জনজীবনে এর প্রভাব’ শীর্ষক শিরোনামে গবেষণা করছেন। এতে গবেষক ইসলামী গ্রন্থাবলীর ভূমিকা বিষদভাবে তুলে ধরেছেন।
সেমিানার সঞ্চালনা করেন প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জামান
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …