ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিনুর রহমান শাহিন,। উপস্থিত ছিলেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা এস এম ইয়াকুব আলী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা খাতে সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন। এবং শিক্ষা খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক বৃন্দের প্রতি শিক্ষার উপর দিক নির্দেশ প্রদান করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …