নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে থেকে চাঁদাদাবি, আদায় এবং অপহরণের চেষ্টার অভিযোগে পৌর যুবলীগ নেতা মনোয়ার হোসেন অনুসহ ৯ জনকে আসামী করে ২৭ মার্চ দুপুরে মামলা হয়েছে।
জেলার শ্যামনগর উপজেলার রমজানগর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে শেখ রিয়াজুল হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এজহারে তিনি জানিয়েছেন, ২৫ মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা থেকে শ্যামনগরে যাওয়ার পথে মেডিকেল কলেজের সামনে যুবলীগ নেতা অনু, কুখরালীর হাসিব, বাকালের মফিজুল, মিন্টু, ফজলুল হক বকুল, রেজাউল, মেম্বার আব্দুল হামিদ, মাহমুদপুরের ডাবলুর রহমান ও খোকনসহ অজ্ঞাত আরও দুই তিনজন বাদীকে আটকে মোটা অংকের চাদাদাবী করে। এসময় তাকে অপহরণের চেষ্টা করা হয়। কাছে থাকা টাকা পয়সা জোর করে নিয়ে নেয় আসামীরা। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ এজহার প্রাপ্তির দন্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭ ও ৩৪১ ধারায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং ৮০। এ মামলায় ফজলুল হক বকুলকে আটক করেছে পুলিশ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …