আহাদ আলী , নওগাঁ সংবাদদাতা ;“ বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ জেলা কমিটির আয়োজনে বুধবার সকালে জিলা স্কুল মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ জেলা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের দুর্নীতি দমন কশিশনের পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, উপ-পরিচালক মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা শিক্ষা অফিসার এস,এম মোসলেম উদ্দিন, সংগঠনের সাধারন সম্পাদক কায়েস উদ্দিন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি,এম আব্দুল বারী, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।#
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …