: সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোন সিদ্ধান্ত মুখে নয় কাজে বাস্তবায়ন করতে হবে। সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভায় প্রতিটি সভায় যে সব আলোচ্য সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তা আজ অবধি বাস্তবায়ন করা হয়নি এবং একই আলোচ্য সুচি নিয়ে প্রতিটি মিটিং এ আলোচনার বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। সাতক্ষীরার বিভিন্ন মানুষ আমার কাছে অভিযোগ করেছে। হাসপাতাল চত্বরে নোংড়া ও দূর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে। খুব শীঘ্রই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সদর হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’ এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, ডা. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ^াস, পৗর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফারহা দিবা খান সাথী, সদর হাসপাতালের প্রকৌশলী আমিনুর রহমান ও কামরুল ইসলাম প্রমুখ। স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল জনবল সম্পর্কিত আলোচনা, সদর হাসপাতালের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, হাসপাতালের এসি, ফ্যান ড্রেনেজ সমস্যা সম্পর্কিত আলোচনা ও বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের ডা, হাফিজউল্লাহ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …