ইবি সংবাদদাতা-
ঝিনাইদহ শৈলকূপা থানার গোপালপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৭টি বসত বাড়ি,৬টি রান্নাঘর,৫টি গোয়াল পুড়ে ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। বৃহষ্পতিবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বেলা ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি বাড়িতে আগুন লাগে। পরে আগুন বৃদ্ধি পেয়ে পাশের কয়েকটি বাড়িতে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় ঘন্ট খানেক পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৭টি বসত বাড়ি, ৬টি রান্নাঘর, ৫টি গোয়াল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এছাড়াও ১টি গবাদি পশু পুড়ে মারা গেছে। বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় হাসান বিশ্বাস,রাজু আহমেদ, আমজাদ বিশ্বাস, আলতাফ বিশ্বাস,সালাম, সাইদুল, রহমান বিশ্বাসসহ কয়েকজন ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। তারা বর্তমানে দুর্বীসহ জীবন যাপন করছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …