বিশেষ প্রতিনিধি (অভয়নগর) : জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র আজো ষঢ়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী এ শক্তি ও তাদের দোসরদের বিষয়ে সজাগ থাকতে হবে। অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ২৯ মার্চ বৃহ:বার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ আ’লীগ নেতা ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আজো ষঢ়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী এ শক্তি ও তাদের দোসরদের বিষয়ে সজাগ থাকতে তিনি নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। একই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আগামি দিনে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে আ’লীগের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সরদার জসিম উদ্দিনের সঞ্চালনে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সাংবাদিক ফারুক হোসেন, ফারাজি মাসুদুর রহমান টিটো, ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাচান, এ্যাড. গোলাম নবী, এ্যাড. নাসির উদ্দিন, রবিউল ইসলাম লুলু, যুবলীগের বুলবুল আহমেদ, ছাত্রলীগের রিয়াজ আহম্মেদ, রেজওয়ান, সাঈদ, ফরিদ জিলানী প্রমুখ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …