সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “দি সাতক্ষীরা” শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা এলজিইডি অডিটোরিয়ামে প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. হাসিবুর রহমান রনি’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সামছুজ্জামান, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটা. পিপি মুফতি মোখলেছুর রহমান, রোটা. পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা. পিপি মাহমুদুল হক পিএইচএফ, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সেক্রেটারি এ্যাড. রোটা. শাহনওয়াজ পারভীন মিলি, রোটা. মো. মনিরুজ্জামান টিটু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষঙ্গ রোটা. ডা. মনোয়ার হোসেন, রোটা. হাবিবুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, সেক্রেটারি রোটা. শেখ কাইয়ুম রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার।