থানার ছাদে যৌনতায় মগ্ন বিদেশী যুগল, ভাইরাল ভিডিও

জয়পুর: উদ্দাম যৌনতায় মগ্ন এক বিদেশী যুগল৷ তাও আবার থানার ছাদে৷ তাদের সেই ‘ব্যক্তিগত’ মুহূর্তের ছবি আড়াল থেকে মোবাইলে ক্যামেরা বন্দী করে নেয় কেউ৷ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

ঘটনাটি রাজস্থানের উদয়পুরে ঘন্টাঘর পুলিশ স্টেশনের৷ ওই বিদেশী যুগলের নাম পরিচয় জানা যায়নি৷ ভিডির ফুটেজ দেখে পরিস্কার থানার অপর পাড়ে থাকা একটি বাড়ি থেকে সেটি তোলা হয়েছে৷ কেন ও কীভাবে তারা থানার ছাদে পৌঁছাল তাও পরিস্কার নয়৷ বরং প্রশ্ন উঠছে পুলিশ কর্মী ও আধিকারিকদের চোখ এড়িয়ে তারা থানার ছাদে পৌঁছে গেলেন কি করে?

জানা গিয়েছে, ছাদে যেতে হলে থানার ভেতর দিয়েই যেতে হয়৷ তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক থানার ভেতর দিয়ে তারা ছাদে চলে গেলেন অথচ কেউ খেয়াল করল না কেন? তবে এই ভিডিওকে ভুয়ো বলে মন্তব্য করেছেন রাজ্যের পুলিশ সুপার৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে টেলিফোনে পুলিশ সুপার রাজেন্দ্র প্রসাদ গোয়েল বলেন, ভিডিওর ফুটেজের কোনও সত্যতা নেই৷ থানায় এমন কোনও ঘটনা ঘটেনি৷

গত বছর এপ্রিল মাসে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে এক যুগলের যৌনতার ভিডিও করে তা সোশ্যাল সাইটে আপলোড করে দেয়৷ ২৫ সেকেন্ডের সেই ভিডিও সাইটে ছাড়া মাত্র ব্যাপক ভাইরাল হয়ে যায়৷

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।