বিশ্ব অর্থনীতিতে শীর্ষ দশে উঠতে চায় তুরস্ক: এরদোগান

গণতন্ত্র ও অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে নিজেদের নাম লেখাতে চায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সোমবার এ কথা বলেন। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে বিশ্বের শীর্ষ দশে নিজেদের নাম লেখানো। খবর আনাদলু এজেন্সির।

ইস্তাম্বুলে ৮০টি স্কুল উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্কের উন্নতি ও সামর্থ যেভাবে বাড়ছে সেভাবে প্রতিকূলতাও বাড়ছে। এজন্য আমাদের স্বপ্নে পৌঁছানো সহজ নয়।

সিরিয়ার আফরিনে অপারেশন অলিভ ব্রাঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, তুর্কি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৮৭২জন পিকেকে গেরিলাকে নিঃশেষ করেছে।

উল্লেখ্য, নিহত, আত্মসমর্পণ কিংবা আত্মঘাতীকে তুরস্ক নিঃশেষ বলে থাকে।

এর আগে রোববার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তুর্কি সেনারা তাদের দায়িত্ব পালনে এবং লক্ষ্য অর্জনে কখনো পিছপা হবে না।

ইরাকের সিনজারে অভিযান চালানোর বিষয়ে ইরাক কর্তৃপক্ষের উদ্দেশ্যে এরদোগান বলেন, আপনারা যদি তাদের (পিকেকে/কুর্দি গেরিলা সন্ত্রাসীদের) সঙ্গে সমঝোতা করেন তাহলে তুরস্ক অভিযান চালাতে কারো অনুমতি নেবে না।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।