স্টাফ রিপোর্টার :সাতক্ষীরা আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুলাহ আল মামুন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, ক্রীড় সংস্থার প্রাক্তন সাধারন সম্পাদক শেখ নিজামউদ্দিন, শিল্পী আবু আফফান রোজ বাবু, হায়দার আলী শান্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ১৪ এপ্রিল পহেল বৈশাখে সকাল ৬.৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে মঙ্গল শোভা যাত্রা ও ১৪ এপ্রিল সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …